মো:স্বাধীন খন্দকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের অনন্য মিলনমেলা "Walton Smart Fridge Presents 8th RUSC National Science Fiesta 2024"-এর অফলাইন বুথ কার্যক্রম শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হতে যাওয়া এ বৃহৎ আয়োজনে অংশ নিতে এরই মধ্যে শুরু হয়েছে নিবন্ধন কার্যক্রম।
উৎসবের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনের সামনে, পরিবহন মার্কেট সংলগ্ন স্থানে স্থাপন করা হয়েছে অফলাইন বুথ, যেখানে সরাসরি তথ্য গ্রহণ ও নিবন্ধন সম্পন্ন করা যাবে।
এবারের বিজ্ঞান উৎসবে থাকছে সায়েন্স অলিম্পিয়াড, প্রজেক্ট শোকেসিং, পোস্টার প্রেজেন্টেশন, মোবাইল অ্যাপ আইডিয়া প্রতিযোগিতা, এআই-ভিত্তিক বিজনেস আইডিয়াসহ মোট ১৩টি সেগমেন্ট। বিজ্ঞান শিক্ষার্থীদের পাশাপাশি যেকোনো ব্যাকগ্রাউন্ডের আগ্রহী শিক্ষার্থীও এসব প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনের এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে ২৫ জানুয়ারি ২০২৫-এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
-রেজিস্ট্রেশন ও বিস্তারিত জানতে ভিজিট করুন: fiesta.rusc.org.bd
-উৎসবের তারিখ: ১ ও ২ ফেব্রুয়ারি ২০২৫
এই আয়োজনের সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে RU Insiders।