মো:স্বাধীন খন্দকার, রাবি প্রতিনিধি:
বিপিএল ২০২৫-এর ট্রফি আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসে প্রদর্শিত হয়েছে। দুপুর ৩:০০ থেকে ৪:০০ পর্যন্ত ট্রফিটি রাবির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।
প্রথমে এটি সাব্বাস মাঠে নেওয়ার কথা থাকলেও পরে বুদ্ধিজীবী চত্বরে আনা হয়, যেখানে সাধারণ শিক্ষার্থীরা ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পান। শিক্ষার্থীদের বিপুল আগ্রহ ও উচ্ছ্বাসে বুদ্ধিজীবী চত্বরে ছিল উপচে পড়া ভিড়। অনেকেই ট্রফির সঙ্গে ছবি ও সেলফি তুলে আনন্দ প্রকাশ করেন।
একপর্যায়ে ট্রফিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের কাছে হস্তান্তর করা হয় এবং তারা রাবি ক্যাম্পাস স্টেডিয়ামে গিয়ে ট্রফির সঙ্গে দলীয় ছবি তুলে স্মরণীয় মুহূর্তটি উদযাপন করেন।
বিপিএল ট্রফির এ সফর রাবির শিক্ষার্থীদের মাঝে বাড়তি উদ্দীপনা যোগায় এবং ক্রিকেটপ্রেমীদের জন্য হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা!