নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ পণ্যের দাপট


নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২য় গেইট সংলগ্ন এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগ উঠেছে। বিভিন্ন পণ্যের মেয়াদ কয়েকমাস পেরিয়ে গেলেও তা সরানো হয় না।

শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ২য় ফটকস্থ “মেসার্স অভি ভ্যারাইটিজ স্টোর” নামক একটি দোকানে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন দোকানের মালিক। এ সময় অনুসন্ধানে বেরিয়ে আসে রেফ্রিজারেটারে আরও মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, যা সম্মুখেই প্রদর্শন করে রাখা হয়েছে।

ভুক্তভোগী এক শিক্ষার্থী জানান, দোকানগুলোতে তদারকির অভাবে মেয়াদোত্তীর্ণ খাবার ও পানীয় বিক্রি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “দোকানদাররা এসব পণ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে না জেনেই এগুলো বিক্রি করছে, যা ভোক্তার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।”

বাজার কমিটির সভাপতি গাজী আব্দুল্লাহ আল মামুন জানান, দোকানদারদের অসতর্কতা ও অবহেলার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। তিনি বলেন, “এ বিষয়ে দোকানদারদের সঙ্গে আলোচনা করে এসব পণ্য সরিয়ে ফেলার ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে একই এলাকায় “কামরুল স্টোর” নামক আরেকটি দোকানে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রির সময় দোকানের মালিক মো. কামরুল শিক্ষার্থীদের হাতে ধরা পড়েন। সেসময় মৌখিক মুচলেকা দেওয়ার শর্তে তাকে ক্ষমা করা হয়েছিল।

বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকাগুলোতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা মনে করেন, মেয়াদোত্তীর্ণ খাবার ও পানীয় বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।


নবীনতর পূর্বতন