রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা জার্নালে প্রবন্ধ প্রকাশের আহ্বান




মো. স্বাধীন খন্দকার, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) "Rajshahi University Journal of Life & Earth and Agricultural Sciences" (ISSN 2309-0960) জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের জন্য শিক্ষকদের, গবেষকদের এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষার্থীদের কাছ থেকে প্রবন্ধ আহ্বান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, মাৎস্যবিজ্ঞান, পশু ও প্রাণীসম্পদ বিজ্ঞান অনুষদের গবেষকরা ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শিক্ষার্থী ও গবেষকরা এই জার্নালে গবেষণা প্রকাশের সুযোগ পাবেন।

প্রবন্ধ জমাদানের সময়সীমা ও প্রকাশনার তারিখ:

পরবর্তী সংখ্যা অক্টোবর ২০২৫ মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রবন্ধ জমা দেওয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫। তবে এই তারিখের পরেও জমা পড়া প্রবন্ধ পরবর্তী সংখ্যার জন্য বিবেচনা করা হবে।

প্রবন্ধ জমাদানের শর্তাবলী:

প্রবন্ধটি মৌলিক হতে হবে এবং এটি পূর্বে অন্য কোথাও প্রকাশিত, গৃহীত বা অন্য কোনো জার্নালে জমা দেওয়া থাকা যাবে না।

জমাকৃত প্রবন্ধ প্লাগিয়ারিজম চেক, পর্যালোচনা ও সম্পাদনার মধ্য দিয়ে যাবে।

প্রবন্ধের ফরম্যাট ও লেখার নিয়মাবলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা অফিসের গাইডলাইন থেকে দেখা যাবে:
গাইডলাইন লিংক।

প্রবন্ধ জমাদানের ঠিকানা:

প্রবন্ধ তিনটি প্রিন্টেড কপি ও সফট কপি সহ নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে—
সম্পাদক-ইন-চিফ, Rajshahi University Journal of Life & Earth and Agricultural Sciences,
প্রকাশনা অফিস, ৩১২ শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী প্রশাসন ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ।

নবীনতর পূর্বতন