ফের উত্তাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, মহাসড়ক অবরোধ


প্রতিষ্ঠার আট বছরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার কোনো উদ্যোগ গ্রহণ না করায় ফের ঢাকা-পাবনা মহাসড়ক করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগেও মানববন্ধন ও সড়ক অবরোধ করে আন্দোলন করলেও কোনো স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি প্রশাসন।

এর আগে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে গত ১৮ নভেম্বর সকালে অস্থায়ী একাডেমিক ভবনে মানববন্ধন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় আবার ১৮ ডিসেম্বর মানববন্ধন ও সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় ‘রবিয়ানরা ভাড়া ঘরে, প্রশাসন কী করে’, ‘আর নয় আশ্বাস, দিতে হবে ক্যাম্পাস’, ‘আমার ক্যাম্পাস আমার ঘর, থাকব না আর যাযাবর’, ‘দফা এক দাবি এক, ক্যাম্পাস ক্যাম্পাস’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী রায়হান বলেন, ‘প্রতিষ্ঠার আট বছরেও এখনো স্থায়ী ক্যাম্পাস না থাকায় যাযাবর জীবন কাটাচ্ছি আমরা। শ্রেণিকক্ষের সংকটে একাডেমিক কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে। অন্যদিকে হল না থাকায়ও আমরা চরম সংকটে ভুগছি। কিন্তু এতদিনেও প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেনি।’

নবীনতর পূর্বতন