নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ ও পাখি পর্যবেক্ষণে গ্রীন ক্যাম্পাসের পদযাত্রা

নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ ও পাখি পর্যবেক্ষণে গ্রীন ক্যাম্পাসের পদযাত্রা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:  পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীদের ঘনিষ্ঠতা তৈরির লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী পদযাত্রার। গ্রীন ক্যাম্পাস ও ফলদ বাংলাদেশ, নজরুল বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে পদযাত্রাটি শুরু হয়।

শনিবার (১১ জানুয়ারি) ভোর ৬:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য প্রাঙ্গণ থেকে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রায় অংশ নেন গ্রীন ক্যাম্পাস ও ফলদ বাংলাদেশের সদস্যসহ, শিক্ষক এবং বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী। পদযাত্রার নেতৃত্ব দেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক দ্রাবিড় সৈকত।

শিক্ষামূলক এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী ও বৃক্ষবন্ধু খ্যাত প্রখ্যাত কনটেন্ট ক্রিয়েটর মো. আজহারুল ইসলাম খান। বৃক্ষ ও পরিবেশ নিয়ে তার কাজের অভিজ্ঞতা শিক্ষার্থীদের দারুণভাবে অনুপ্রাণিত করে। পদযাত্রার প্রতিটি ধাপে তিনি অংশগ্রহণকারীদের বৃক্ষ ও পাখির পরিচিতি এবং পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

পদযাত্রার অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের বৃক্ষ ও পাখি সম্পর্কে জানতে পারেন। গাছের পরিচিতি, তাদের বৈশিষ্ট্য, এবং জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপন এবং সুস্বাস্থ্য বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। শিক্ষার্থীরা প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে পরিবেশ সম্পর্কে জ্ঞানের পাশাপাশি আনন্দ উপভোগ করেন।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পদযাত্রাটিকে এক উৎসবে রূপ দেয়। পদযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল প্রাণবন্ত পরিবেশ। বৃক্ষ, পাখি, এবং পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও তাদের অংশগ্রহণ আয়োজনটিকে সফল করে তোলে।

নজরুল বিশ্ববিদ্যালয় গ্রীন ক্যাম্পাসের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, “সবুজ চিন্তা সবুজ মনের সংগঠন গ্রীন ক্যাম্পাস। আমরা সবুজের সাধক। বৃক্ষের ধর্ম নিজের সর্বোচ্চটা অন্যের উপকারে উৎসর্গ করা। আমরা গ্রীন ক্যাম্পাসের কর্মীরা সেই ধর্মের অনুশীলন করি। আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসি, যত্ন নেই আগলে রাখি। ঠিক সেভাবে যেভাবে আমরা আমাদের শরীরের যত্ন নেই। আমরা এই প্রকৃতিরই অংশ, প্রকৃতি আমাদের অংশ। আমাদের ধর্ম হোক ভালোবাসার, যত্নের, সহনশীলতার, সংরক্ষণের।”
নবীনতর পূর্বতন