আগামী তিন কার্যদিবসের মধ্যে নতুন হল খোলার ব্যাপারে নোটিশ না আসলে কঠোর কর্মসূচি

আগামী তিন কার্যদিবসের মধ্যে নতুন হল খোলার ব্যাপারে নোটিশ না আসলে কঠোর কর্মসূচি
পাবিপ্রবি প্রতিনিধি: ১৮ জানুয়ারি রোজ শনিবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নতুন হল খোলার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। জানা যায়, শিক্ষার্থীদের আবাসন সংকট দীর্ঘদিন ধরে চলে আসছে। এ অবস্থায় নতুন হল খোলার দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত নতুন হল চালু করার দাবি জানিয়েছেন, যাতে শিক্ষার্থীদের বসবাসের সমস্যা সমাধান হয় এবং তারা সুষ্ঠুভাবে শিক্ষার পরিবেশে ফিরে যেতে পারেন। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে শিক্ষার্থীরা প্রত্যাশায় রয়েছেন।


মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন পাবিপ্রবিতে শিক্ষার্থীদের তুলনায় আবাসনের ব্যাবস্থা একদম নেই বললেই চলে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য একটি হল এবং মেয়েদের জন্য একটি হল চালু রয়েছে। এছাড়া দুইটি হলের নির্মাণ কাজ শেষ হলেও শিক্ষার্থীদের হলে উঠার বিষয়ে কোন নোটিশ দেয়নি প্রশাসন। 

অনেক শিক্ষার্থী অভিযোগ করেন যে, থাকার জায়গার ভাড়া তাদের জন্য খুব বেশি। বিশেষ করে শহরের কেন্দ্রস্থলে বা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকা বাসা খুঁজতে গেলে খরচের চাপ বহুগুণ বেড়ে যায়। অনেক জায়গায় আবাসনের নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল। তারা নির্ভরযোগ্য ও সুরক্ষিত বাসস্থানের প্রয়োজন অনুভব করেন।বিশ্ববিদ্যালয়ের হল সংখ্যা সীমিত হওয়ায় অনেক শিক্ষার্থীকে বাইরে বাসা ভাড়া নিতে হয়, যা তাদের জন্য আর্থিকভাবে কষ্টসাধ্য হয়ে ওঠে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন যে, প্রশাসন বা কর্তৃপক্ষ তাদের আবাসন সমস্যার প্রতি যথাযথ মনোযোগ দেয় না। যার ফলশ্রুতিতেই আমরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সংকটে ভুগছি।

মানববন্ধন শেষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের মোরসালিন, বিবিএ বিভাগের মেরাজ হোসেন, বাংলা বিভাগের শিক্ষার্থী মইন উদ্দিন ছাড়াও অনেক শিক্ষার্থী। তারা তাদের বক্তব্যে বলেন আগামী তিন কার্যদিবসের মধ্যে আবাসন সংকট নিয়ে প্রশাসন থেকে কোন নোটিশ না আসলে কঠোর কর্মসূচি ডাকা হবে।
নবীনতর পূর্বতন