পাবিপ্রবিতে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আনোয়ার-নাজমুল

পাবিপ্রবিতে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আনোয়ার-নাজমুল

পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) রাজশাহী জেলা শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী জেলা ছাত্র কল্যাণ সমিতির ৫ সদস্য বিশিষ্ট আংশিক  কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সমাজকর্ম বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ নাজমুল হুদা ।

উপদেষ্টা, সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো: মাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাগরিকা খাতুন ও পবিত্র কুমার বিশ্বাস। 

কমিটির নবীন সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন,"উপদেষ্টা মণ্ডলীসহ পূর্ববর্তী কমিটিকে এই দায়িত্ব দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 
আমার অনেকগুলি পরিকল্পনা রয়েছে, খুব শীঘ্রই এই কমিটি পূর্ণাঙ্গ করে সবার সম্মিলিত প্রচেষ্টায় সেগুলোর বাস্তব রূপ দিতে চাই। 
লক্ষ্য এই, শিক্ষা-শান্তি নগরীর মানুষের সদাচরণের মহিমায় উদ্ভাসিত হবে পাবিপ্রবি ক্যাম্পাস যেন এখানে সবার মাঝে সহযোগিতা, শান্তি ও উন্নতির বাতাবরণ সৃষ্টি হয়।"

সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা বলেন, রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতি’তে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের,গর্বের ও সম্মানের। আমি আনন্দিত এই জন্য যে আমি রাজশাহী জেলার শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। আমি শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি উপদেষ্টামন্ডলীদের। সেই সাথে এখানে আমার বেশকিছু দায়িত্বের সৃষ্টি হয়েছে। রাজশাহী জেলা থেকে আগত সকল শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগীতা করাই হবে আমার মূল লক্ষ্য। সাবেকদের সাথে বর্তমান শিক্ষার্থীদের সমন্বয় করে ভাতৃত্ব - ভালোবাসার সেতুবন্ধন করতে কাজ করে যাবে নতুন কমিটি। সবার সহযোগীতায় আমাদের সংগঠন সামনের দিকে এগিয়ে যাবে। পাবিপ্রবিতে একটা আদর্শ সমিতি হিসেবে পরিচিত হবে।
নবীনতর পূর্বতন