'কেন বাদ পড়লাম, কি অপরাধ আমার?' জানতে চান অ্যাডমিন ক্যাডার থেকে বাদ পড়া প্রার্থী

'কেন বাদ পড়লাম, কি অপরাধ আমার?' জানতে চান অ্যাডমিন ক্যাডার থেকে বাদ পড়া প্রার্থী
সম্প্রতি ৪৩তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। প্রথম গেজেটে ২ হাজার ৬৪ জন সুপারিশ পেলেও সদ্য প্রকাশিত গেজেট থেকে এক হাজার ৮৯৬ জনকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন ১৬৮ জন। তাদের একজন আলাউদ্দিন আজাদ। তিনি প্রথম গেজেটে অ্যাডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। তবে চূড়ান্ত গেজেটে অগ্যাত কারণে বাদ পড়েন। গেজেটে নিজের নাম না দেখে তিনি ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন। অ্যাডমিন ক্যাডার থেকে বাদ পড়ে জানতে চেয়েছেন, 'কেন বাদ পড়লাম, অপরাধ আমার?' 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আলাউদ্দিন আজাদ তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে নিজের অনুভূতি প্রকাশ করে স্ট্যাটাস দেন। জানা গেছে, আলাউদ্দিন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ।

আলাউদ্দিন আজাদ তার স্ট্যাটাসে লিখেছেন, ৪৩ বিসিএস গেজেট থেকে বাদ পরেছি। কিন্ত কেন?কী অপরাধ? তার উত্তর আমার জানা নেই। 

স্বপ্ন ভাঙার বেদনার কথা প্রকাশ করে তিনি আরও লিখেছেন, ‌একটা স্বপ্ন নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। একটা বিসিএস কী পরিমাণ ধৈর্য, ত্যাগ,পরিশ্রম করতে হয় তা বলে বুঝানো যাবে না। এই বিসিএসের প্রতি আমার কী পরিমাণ সাধনা তা আমি ছাড়া কেউ জানে না। কেউ কোন দিন বুঝবেও না। গতকাল (সোমবার) সন্ধ্যায় নতুন গেজেট দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। কাউকে বলতে পারছি না, ফেসবুকেও লিখতে পারছি না। অনেকেই ফোন করেছে রিসিভ করিনি। কী বলবো? যা কখনো চিন্তাও করিনি তাই হয়েছে। বাবা মাকে এখন পর্যন্ত জানাইনি। তারা আমার থেকেও বেশি ভেঙে পরবে।

স্বপ্ন ভাঙার বেদনার স্মৃতি প্রকাশ করে তিনি আরও লিখেছেন, গতরাত ছিল আমার জীবনের দীর্ঘতম রাত। একটুও ঘুমাতে পারিনি। দম বন্ধ হয়ে আসছিল, কী করবো, কোথায় যাব, এই কষ্টের কথা কার কাছে শেয়ার করবো? কাউকে বলে কি কোন লাভ হবে? আদৌও কী ন্যায় বিচার পাবো? জীবনে কোন রাজনীতি করি নি,ক্যাম্পাস জীবনে পড়ালেখা আর টিউশন নিয়ে ব্যস্ত থেকেছি। তবু্ও গেজেট থেকে কেন আমার নাম বাদ দেওয়া হল? 
নবীনতর পূর্বতন