বিসিএস লিখিত ও প্রিলিমিনারি পরীক্ষায় বেশকিছু সংস্কার প্রস্তাব দিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে বাংলা বিষয়ের নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নম্বর করার প্রস্তাব দিয়েছেন তারা। সম্প্রতি ‘কেমন বিপিএসসি দেখতে চাই এবং কী কী সংস্কার প্রয়োজন শীর্ষক ‘অংশীজনের ভাবনা’য় বিসিএসে অংশ নেওয়া প্রার্থীরা এ প্রস্তাব দেন।
রাজধানীর আগারগাঁওয়ে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) কার্যালয়ে এ সভায় নানা বিষয়ে ভাবনা তুলে ধরেছেন শিক্ষার্থীরা। লিখিত পরীক্ষার সংস্কারে শিক্ষার্থীরা প্রস্তাবে বলেছেন, বাংলা বিষয়ের পরীক্ষা ১০০ নম্বর করা অথবা বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র আলাদাভাবে পরীক্ষা নেওয়া যেতে পারে। মুখস্থ রচনা লেখার পরিবর্তে বিশ্লেষণধর্মী ও সৃজনশীল লেখার দিকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
এ ছাড়া লিখিত টেকনিক্যাল পরীক্ষার আগে কমপক্ষে দুই সপ্তাহের বিরতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। লিখিত পরীক্ষার আগে কেন্দ্র পরিবর্তনের সুযোগ রাখা। লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪৫০ নয়; বরং কত গুণ পরীক্ষার্থীকে পাস করানো হবে, তা আগেই ঘোষণা দেওয়া দরকার। উত্তরপত্র মূল্যায়নের জন্য বাসায় খাতা না পাঠিয়ে পরীক্ষকদের পিএসসিতে উত্তরপত্র যাচাইয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এ ছাড়া প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষার সংস্কারেও প্রস্তাব দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।