“গবেষণাবান্ধব ও নিরাপদ বাকৃবি গড়তে চাই”- বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক


বাকৃবি প্রতিনিধি
: “শিক্ষার্থীদের জন্য ভয়মুক্ত, শিক্ষা ও গবেষণাবান্ধব ক্যাম্পাস উপহার দিতে চাই” - এমন মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুর ইসলাম তুষার।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে আয়োজিত ছাত্রদলের সদস্য সংগ্রহ কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালায় বাকসু নির্বাচনের দাবি জোরালোভাবে উপস্থাপন করেন সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। সভাপতিত্ব করেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. শফিকুল ইসলাম।

তরিকুর ইসলাম তুষার আরও বলেন, “৫ আগস্টের পর যারা শিক্ষার্থীদের রাজনীতি মুক্ত ক্যাম্পাসের কথা বলে প্রভাবিত করেছিল, তারাই এখন রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে সাধারণ শিক্ষার্থীরা এখন এ সত্য বুঝতে পারছে এবং তারা ছাত্রদলের ওপেন প্ল্যাটফর্মে ভরসা রাখছে।”

তিনি আশ্বাস দেন, অতীতের মতো ভবিষ্যতেও বাকৃবি ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে এবং তাদের ন্যায্য দাবির পক্ষে কাজ করবে।

নবীনতর পূর্বতন