তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজের "তিতুমীরস্থ মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ" এর নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলা হতে আগত ২৩ -২৪ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আজ।
২৪ ফেব্রুয়ারি ( সোমবার ) তিতুমীর কলেজের বিজ্ঞান ভবনের নিচ তলায় অনুষ্ঠিত হয় নবীনবরণ অনুষ্ঠানটি। দুপুর ১২.৩০ টায় শুরু হয় তিতুমীরস্থ মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ এর অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম বর্ষ অনার্স থেকে মাস্টার্স সহ সকল বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শরীফ উদ্দিন তিতুমীরস্থ মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ এর যুগ্ম সাধারণ সম্পাদক। তার আহ্বানে মঞ্চে আসন গ্রহণ করেন তিতুমীরস্থ মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ এর সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শাওন, সহ সভাপতি রবিউল হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান তুষার।
তিতুমীরস্থ মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলওয়াত, গীতা পাঠ এর মধ্য দিয়ে। এরপর নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন তারা। শিক্ষার্থীরা তাদের পরিচয় দেন একে একে। অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশ হিসেবে গান, কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা।
তিতুমীরস্থ মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মধ্যে থেকে মো. জাকির হোসেন, মনিরুজ্জামান শাওন সহ আরো অনেকে বক্তব্য রাখেন। নবীন শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে সম্মাননা হিসেবে শিক্ষা মূলক বই উপহার দেওয়া হয়েছে। এছাড়া নবীনদের জন্য লটারির ব্যবস্থা করা হয়।
সর্বশেষ, "লোকসংগীত আর হাজারী গুড়, মানিকগঞ্জের প্রাণের সুর" স্লোগানে তিতুমীরস্থ মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর নবীনবরণ অনুষ্ঠান এর সমাপ্তি করেন।