বিশ্ববিদ্যালয় কেবল চার দেয়ালের ক্লাস রুম নয়: অধ্যাপক আলী রিয়াজ


পাবিপ্রবি প্রতিনিধি:
সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রিয়াজ বলেছেন, 'বিশ্ববিদ্যালয়ের বড় সৌন্দর্য হলো ভিন্নমতকে শ্রদ্ধা করে। আমি যখন লাইব্রেরিতে যাই তখন আমার চোখে যে জিনিস ধরা পড়ে সেটা হলো পাশাপাশি একই বিষয়ের ভিন্ন মতের বই পাশাপাশি থাকে। কত সহজেই পাশাপাশি বইগুলো দেখবেন যেটা সম্পূর্ণভাবে একে অন্যের মতের মিল নেই। সম্পূর্ণ ভিন্ন মত তবুও পাশাপাশি থাকে লাইব্রেরীতে। বইয়ের লাইব্রেরীতে যখন যাবেন, বই মেলায় যখন যাবেন তখন দেখবেন বইগুলো সব তো এক কথা বলছে না একই বিষয়ে ভিন্নমত আছে, পদ্ধতিগত ভিন্নতা আছে সেটা সম্ভব কখন যখন আপনি মুক্ত চিন্তা করতে পারেন।'

আজ সোমবার (১১ ফেব্রুয়ারি) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন বরণের ওরিয়েন্টেশন বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, 'প্রতিষ্ঠানের চার দেয়াল আপনাকে অনেক কিছু শিক্ষা দেবে ক্লাস রুমের চার দেয়াল আপনাকে অনেক কিছু শিক্ষা দেবে আপনার শিক্ষক আপনাকে শিক্ষা দেবে ল্যাবরেটরীতে শিক্ষিত হবেন আপনি বই পড়ে শিক্ষিত হবেন। এই যে বিশ্ববিদ্যালয় বা আমরা যে বিশ্ববিদ্যালয় ক্লাসরুম গলিতে আমরা পড়াই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কেবল চার দেয়ালের মধ্যে আবদ্ধ নয়। বিশ্ববিদ্যালয়ে আপনাকে কেবল সূত্র ধরিয়ে দিবে।'

তিনি আরো বলেন, 'আপনি শিখবেন আপনার চারপাশের মানুষ থেকে আপনার যে বন্ধুটি আপনার সাথে আছে তার থেকে শিক্ষা নিন। তার ভুল ত্রুটি সাফল্য অর্জন সবকিছু থেকে শিক্ষা নিতে হবে। সমাজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যিনি বিশ্ববিদ্যালয় আসেননি বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ পাননি, এমনকি মহাবিদ্যালয়ে যাননি তার কাছে ও শিখবার অনেক কিছু আছে। সমাজ আপনাকে শিক্ষা দেয় প্রতি মুহূর্তে আমরা সেই শিক্ষা গ্রহণ করি কি করি না তা আমাদের ব্যাপার। শিক্ষা কেবলমাত্র চার দেয়ালের মধ্যে হয় না। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাজ হলো সূত্রটা ধরিয়ে দেওয়া। চার দেয়ালের বাইরে গিয়ে যে সমাজেই আপনার বিশ্ববিদ্যালয়, যে মানুষগুলো বাস করেন তারা আপনার শিক্ষক। সেই অর্থে আপনার বন্ধু আপনার শিক্ষক। আপনি প্রতিদিন যেখানে যাচ্ছেন যার সাথে পরিচিত হচ্ছেন তারাও আপনার শিক্ষক।'

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল-আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আকন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান সহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর এবং নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের শিক্ষক সাইমুন নাহার রিতু।

Cookie Consent
We serve cookies on this site to optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.