রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ইন্ডিজেনাস স্টুডেন্টস ফ্যামিলি কর্তৃক দশম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নবীন বরণ ও পঞ্চম ব্যাচের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ ঘটিকায় রাঙ্গামাটি শহরের জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন সূচনা আখতার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাদ্দাম হোসেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা, সিএসই বিভাগের চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মিঠুন দত্ত, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান ড. সুপ্রিয় চাকমা, টিএইচম বিভাগের চেয়ারম্যান মোসা: হাবিবা, টিএইচএম বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক গৌরব চাকমা, কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর সহকারি অধ্যাপক ধ্বনিতা ত্রিপুরা।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।