ইয়াসির আরাফাত, জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিদায় অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) একাডেমিক ভবনের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্মৃতিচারণ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শেষ দিনটি উদযাপন করেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন অতিথিরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান ও সিএসই বিভাগের শিক্ষকরা।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি অতিথি ও শিক্ষকদেরও ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করেন শিক্ষার্থীরা।
রাতের খাবারের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ, কবিতা ও নাটকের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীরা তাদের শেষ দিনটি আনন্দঘন করে তোলেন। বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সুজিত রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আর সঞ্চালনায় ছিলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান ও পুষ্প।