ইবিতে বাস দুর্ঘটনা: পরিবহন পুল সংস্কারের দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন


সংগীত কুমার, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি ভাড়াকৃত বাস দুর্ঘটনায় ৩০ জন আহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সংস্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইবি সংসদ। এ দাবিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।  

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক নুরে আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সভাপতি মাহমুদুল হাসানসহ সহ-সভাপতি ওবাইদুর রহমান আনাস, উদয় দেবনাথ, সাদিয়া মাহমুদ মিম, সহ-সম্পাদক ইমতিয়াজ আহমেদ ইমন, শেখ সুমন, দপ্তর সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাজিদুল ইসলাম উজ্জ্বল, ক্রীড়া সম্পাদক তানিম তানভীরসহ সংগঠনের অন্যান্য নেতারা।  

এসময় সহ-সভাপতি সাদিয়া মাহমুদ মিম বলেন, “পরিবহন খাতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের পদেও আছেন। দুটি গুরুত্বপূর্ণ পদ সঠিকভাবে পরিচালনা করতে না পারলে, একটির দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। প্রশাসনিক কার্যক্রম স্বচ্ছ রাখতে আমরা এ বিষয়ে সুস্পষ্ট জবাব চাই।”

সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভালো বাসগুলো শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বরাদ্দ থাকে, আর ফিটনেসবিহীন বাসে শিক্ষার্থীদের চলাচল করতে হয়। শিক্ষার্থীরা কি মানুষ না? আমরা আর ভাড়াকৃত বাস চাই না। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস কেনা হোক এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হোক।”  

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের বহনকারী একটি ভাড়াকৃত বাস কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের পথে আসার সময় বিত্তিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৩০ জন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।  

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পরিবহন ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি বলে মনে করছেন আন্দোলনকারীরা।

নবীনতর পূর্বতন