নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত


ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা জানিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে এ আয়োজনে নবীনদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল মুহিত, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ এবং কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের অধ্যাপক তন্ময় সাহা জয়।

অনুষ্ঠানে কাজী মওদুদ আহমেদ বলেন, "এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ। জেলা ছাত্রকল্যাণ সমিতিগুলো আমাদের শিক্ষা ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে আমরা আমাদের জেলার মানুষের সংস্পর্শে এসে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে পারি। তোমরা সবাই মিলেমিশে থাকবে এবং একে অপরের পাশে থাকবে।"

দিকনির্দেশনামূলক বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল মুহিত বলেন, "নওগাঁর সংস্কৃতি ও মূল্যবোধ আমাদের আচরণে প্রকাশ পায়। সংগঠনের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে এবং এর কার্যক্রম আরও সম্প্রসারিত করতে হবে। শুধুমাত্র নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনাই নয়, নিয়মিতভাবে পিকনিক, কুইজ প্রতিযোগিতা, কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট সেমিনার এবং কর্মশালা আয়োজন করা যেতে পারে। যেকোনো সমস্যায় সংগঠনের মাধ্যমে সহযোগিতা পাওয়া সম্ভব।"

নবীনতর পূর্বতন