ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে সরস্বতী পূজার আয়োজন করেছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এ আয়োজন শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২১ টি বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ পূজার আয়োজন করে। দেবীর চরণে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পূজা উদযাপিত হয়। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এ আয়োজনে অংশ নেন।
পূজাকে ঘিরে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। বিশেষ করে মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আংশিকভাবে বন্ধ রাখা হয়। সারাদেশের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়েও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে।
বাংলা বিভাগের শিক্ষার্থী অঞ্জলি রায় বলেন, ডিপার্টমেন্টের পূজা দিতে এসে খুবই ভালো লেগেছে। সবাই এক সাথে পূজা দিতে এসেছি। শিক্ষকরাও আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন।