পাবিপ্রবির রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন


পাবিপ্রবি প্রতিনিধি :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) রসায়ন বিভাগের সকল শিক্ষক- শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে 'রসায়ন নিয়ে গড়বো দেশ, বিজ্ঞান ও প্রযুক্তির বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 রবিবার (২ ফেব্রুয়ারি) রসায়ন বিভাগের ৪ জন উপদেষ্টা এবং ১৫ সদস্য বিশিষ্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের চেয়ারম্যান মো: ফারুক আহমেদ এবং বাকি উপদেষ্টারা হলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রতন কুমার পাল, সহকারী অধ্যাপক হুমায়ুন কাবির এবং সহকারী অধ্যাপক রাসেল আহমেদ। আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী তানভীর হোসেন রক্তিম, যুগ্ম আহ্বায়ক দ্বিতীয় ব্যাচের রাকিবুল হাসান রনি এবং একই ব্যাচের মো: মামুন সহ তৃতীয় ব্যাচের মো: শাহরিয়ার ইমন ।

অন্যান্য সদস্যরা হলেন, ১য় ব্যাচের শিক্ষার্থী আলিউল ইসলাম ও প্রীতম কুন্ডু,আল-আমিন,আব্দুল হাদী, ইসরাত হোসেন,২য় ব্যাচের শিক্ষার্থী কামরুজ্জামান সৌরভ, মো: নাইমুল হোসেন,মোছা:শাকিলা খাতুন ও তৌফিক আহমেদ তমাল, ৩র্থ ব্যাচের শিক্ষার্থী মো:সুজন আলী এবং মোছা: মনিরা খাতুন। 

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. ফারুক আহমেদ বলেন,“দেশ বিদেশের স্বনামধন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানেই এলামনাই নামে একটি এসোসিয়েশন থাকে। যার মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে অটুট বন্ধন বজায় থাকে। এলামনাই বা প্রাক্তন ছাত্র এসোসিয়েশনের মাধ্যমে নানা সামাজিক ও কল্যাণমূলক কাজ হয়ে থাকে। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে পাবিপ্রবির রসায়ন বিভাগের এক যুগান্তকারী সংযোজন “কেমিস্ট্রি এলামনাই এসোসিয়েশন-পাবিপ্রবি”। এই এসোসিয়েশনের মাধ্যমে বর্তমান ও প্রাক্তন শিক্ষানবিশদের মধ্যে গড়ে উঠবে এক নিবিড় বন্ধন। পাবিপ্রবির রসায়ন বিভাগের প্রাক্তন ছাত্র এসোসিশেন এর হাত ধরে বাস্তবায়িত হোক হাজারো স্বপ্নের ফুলঝুড়ি। সেই ফুলের সুবাস ছড়িয়ে পড়ুক দিক দিগন্তে।”

আহ্বায়ক তানভীর হোসেন রক্তিম বলেন,“একটা বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগের প্রথম ব্যাচ এর ছাত্র হওয়ার যেমন ভালো দিক আছে তেমন কিছু স্ট্রাগলের গল্পও আছে।নতুন বিভাগের এলামাই গঠনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এলামনাই এর উদ্যোগ এবং কার্যক্রম সমুহ এনালাইসিস করে এবং কমিটির সবার মতামতের ভিত্তিতে ডিপার্টমেন্টে কে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই আপাতত লক্ষ্য।”

নবীনতর পূর্বতন