গ্রীন ভয়েস’ আয়োজিত ‘আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন’ প্রশিক্ষণ-২০২৫ কর্মসূচির উদ্বোধন হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত কেন্দ্রীয় মন্দিরের সামনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত ‘গ্রীন ভয়েস’- এর আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের পাবিপ্রবি শাখার উপদেষ্টা, বাংলা বিভাগের অধ্যাপক ড. জিন্নাত রেহানা, গ্রীন ভয়েসের সভাপতি মোঃ সাদিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুস্তাকিন নাদির সহ অনেকে।
গ্রীন ভয়েসের পাবিপ্রবি শাখার উপদেষ্টা জিন্নাত রেহানা বলেন, “এ প্রশিক্ষণটা অল্প পরিসরের হলেও প্রশিক্ষণের মাধ্যমে তোমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে। প্রতিকূল পরিবেশে রক্ষা করার আত্মবিশ্বাস আসবে। ভবিষ্যতে কঠিন কাজ সহজ ভাবে করতে পারবে তোমরা। তোমরা যা অর্জন করবে তা সারা জীবনে থেকে যাবে। ”
উক্ত প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে ছিলেন মো: ইসমাইল হোসেন, ব্ল্যাক বেল্ট ধারী, থার্ড ড্যান, সেনসি(টিচার)বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশন।