সংগীত কুমার,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধায় 'একুশের কথা ও কবিতা' অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ মিনারে (বটমূল) এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ–উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. সরোয়ার মুর্শিদ৷
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজকে বাংলা বিভাগের এই আয়োজন অন্য রকম আবহ তৈরি করেছে। একুশ আমাদের সবার হৃদয়ে। বাঙালির জাগরণ শুরু হয়েছিল ৪৭’র পরে ভাষা সংগ্রামের মধ্য দিয়ে। এই প্রতিরোধের চেতনায় ৭১'র পরিণতি ও চব্বিশের অভ্যুত্থান। এই একুশ আমাদের চেতনা শিখিয়েছে। শহীদ মিনার ও একুশ সংক্রান্ত বিষয় গল্প ও কবিতায় দেখতে পাই।”