ইবিতে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


ইবি প্রতিনিধি
: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ট্রেজারার অফিস ও অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী "আর্থিক ব্যবস্থাপনা" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রশাসন ভবনের তৃতীয় তলায় আইকিউএসি (ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল) এ কর্মশালা আয়োজিত হয়।

কর্মশালা অনুষ্ঠানে আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

 কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস ও গোলাম মওলা এর সঞ্চালনায় কর্মশালাটিতে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন মো. আহসান হাবীব (অতিরিক্ত উপ-মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সংস্থা)।

নবীনতর পূর্বতন