বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার অর্থায়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় আইকিউএসি কনফারেন্স রুমে ‘পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টস অ্যান্ড রেগুলেশনস’ শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন ও পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা। এছাড়া, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহেদ রেজা এবং প্রশিক্ষক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিভিল অডিট ডাইরেক্টরেটের পরিচালক কাজী রাশিদুল আজম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, "এই প্রশিক্ষণ আপনাদের জন্য দক্ষতা উন্নয়নের বড় সুযোগ। সরকারি অর্থে পরিচালিত প্রশিক্ষণের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি টাকার সাশ্রয় এবং আর্থিক অপচয় ও অনিয়ম দূরীকরণে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
এছাড়াও তিনি কর্মকর্তাদের কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের আহ্বান জানান।
উল্লেখ্য, কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।