পাবিপ্রবি প্রতিনিধি: সিলেট এম সি কলেজে এক শিক্ষার্থীর উপর শিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বৃহষ্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই মিছিল বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা 'শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না', 'জুলাইয়ের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার', 'এম সি কলেজ তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই', আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না, সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না, ছাত্ররাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।
মিছিল শেষে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, 'আমরা আজকে দেখেছি এম সি কলেজে সাধারণ শিক্ষার্থী মিজানুর রহমানের উপর শিবিরের নেতাকর্মীদের সন্ত্রাসী হামলা। ৫ আগস্টের পরে কোনো ক্যাম্পাসে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটবে তা আমরা কখনও ভাবিনি।'
এসময় তিনি আরো বলেন, 'পাবিপ্রবি ক্যাম্পাসে পূর্বে ছাত্র রাজনীতি থাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের কথা তুলে ধরেন এবং ৫ আগষ্টের পরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকায় সকল শিক্ষার্থী এর সুফল ভোগ করছেন।'
এ সময় আরও বক্তব্য দেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোরছালিন ইসলাম, মজনু আলম এবং বাংলা বিভাগের কাউসার আলম।