ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে নবীন সদস্যদেরকে নিয়ে একটি জাঁকজমকপূর্ণ নবীন বরণ ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় ১২০ জনের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শনিবার ( ৮ই ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রাব্বানি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মামুনুর রশিদ। এছাড়াও সমিতির উপদেষ্টা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আশিক ই ইলাহী, সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন আমন্ত্রিত অতিথিরা
উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রাব্বানি তার বক্তব্যে বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সমাজসচেতনতা এবং বুদ্ধিবৃদ্ধিক সৃষ্টিশীলতায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। পড়াশোনায় মনোযোগী হয়ে জীবনের প্রতিটি স্তরে শিক্ষার বাস্তবিক প্রয়োগ ঘটাতে হবে।
অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপনা করেছেন মোঃ জাকারিয়া গাজী ও আসমা হারুন।