ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


সংগীত কুমার, ইবি প্রতিনিধি: 
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন কর্তৃক আয়োজিত 'অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫' অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের আম্রকাননে এই অনুষ্ঠান আয়োজিত হয়। 

অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অমর একুশে উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তৃতাকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন , “বাংলাদেশ ছাড়াও কিছু রাষ্ট্রে বাংলা রাষ্ট্র ভাষা। বাংলা এমন ভাষা যা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। এটি আল্লাহর সেরা দান। আর ধর্মেও আছে মাতৃভাষা ভাষাকে অধিক গুরুত্ব দেওয়া। রাসূল (সা.) তিনি বিশুদ্ধ মাতৃভাষায় কথা বলতেন। আমাদের‌ও উচিত বিশুদ্ধ মাতৃভাষায় কথা বলা।”

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ৩দিন‌ ব্যাপি অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শুরু হয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) শেষ হবে। 

নবীনতর পূর্বতন