জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের কমিটি গঠন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংস্কৃতিক জোটের কার্যকরী পর্ষদ নির্বাচন ২০২৪-২৫ এ সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইজা মেহজাবিন প্রিয়ন্তী (ধ্বনি) এবং সাধারণ সম্পাদক হিসেবে সাদমান অলীভ (জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন)।

১৬ ফেব্রুয়ারি (রোববার) জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক সরদার ইসফার সাদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়। ৯ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটির সহ-সভাপতি-১ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মিরাজ বিশ্বাস ,সহ-সভাপতি-২ জাহাঙ্গীরনগর থিয়েটার অডিটোরিয়ামের দীপ্ত মোদক জয়, সহ-সাধারণ সম্পাদক জলসিঁড়ির সুরভী চক্রবর্তী।

এছাড়াও অর্থ সম্পাদক হিসেবে আছেন সুস্বরের গৌরব চন্দ্র, দপ্তর সম্পাদক জহির রায়হান চলচ্চিত্র সংসদের সরদার ইসফার সাদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির শেখ লোকমান গালিব, কার্যনির্বাহী সদস্য চারণের কিউটি রায়। পর্যবেক্ষণাধীন সদস্য হিসেবে থাকছেন জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটির আনিকা তাসনীম রাহি, ইন্ডিজেনাস কালচারাল অর্গানাইজেশনের (আরফি) প্রত্যাশা ত্রিপুরা । উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি (রোববার) বিকাল ৬ টায় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং বিকাল ৬ ঘটিকার সময় নির্বাচন শুরু হয়।

নবীনতর পূর্বতন