ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফটোগ্রাফিক সোসাইটি (আইইউপিএস) নবীন সদস্যদের বরণ করে নিয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়ানা চত্বরে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: শাহিনুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট এবং ক্যাপচারর্স মোমেন্টের স্বত্বাধিকারী মো: জাহির ইসলাম আনন্দ। সংগঠনটির সভাপতি মো. সালাউদ্দিনের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ফটোগ্রাফি কেবল শখ নয়, এটি সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সমাজের কথা ছবি আকারে তুলে ধরার মাধ্যমে এটি এক ধরনের সমাজতাত্ত্বিক কর্ম।” তিনি নবীনদের উৎসাহিত করে বলেন, “শুধু শখের বসে নয়, একদিন তোমরা এটিকে পেশা ও শিল্প হিসেবে গ্রহণ করবে। ফটোগ্রাফির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে পারো, যা প্রশাসনের দৃষ্টিগোচর করতে সাহায্য করবে।”
তিনি আরও বলেন, “তোমাদের শিল্পমনস্ক হতে হবে, কারণ শিল্পচেতনা ছাড়া ভালো ছবি ধারণ করা সম্ভব নয়। একদিন তোমরা ফটোগ্রাফির মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরবে।”
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি মো: সালাউদ্দিন বলেন, “নতুন সদস্যদের সৃজনশীল দক্ষতা বিকাশে সহায়তা করাই আমাদের লক্ষ্য। ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি শুধু একটি শৈল্পিক মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী ভাষা। এর মাধ্যমে আমরা গল্প বলতে পারি, মুহূর্তকে ধারণ করে সমাজকে পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে পারি।”
তিনি আরও বলেন, “আমরা নবীনদের শুধু ক্যামেরার শাটার টেপার দক্ষতা শেখাব না, বরং দৃষ্টিভঙ্গির সঠিক ব্যবহারের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রস্তুত করব।”
অনুষ্ঠানটি নবীন সদস্যদের জন্য এক উজ্জীবনী মুহূর্ত হয়ে ওঠে। তারা ফটোগ্রাফি সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি ও অনুপ্রেরণা পায়। আয়োজকদের আশা, এই নতুন সদস্যরা ফটোগ্রাফির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।