গণতান্ত্রিক চর্চার অন্যতম অংশ ছাত্ররাজনীতি। এটি শিক্ষার্থীদের মৌলিক অধিকার উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘সংবিধান স্বীকৃত অধিকার রক্ষায় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।’
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জাম শিপন, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাম্প্রতিক সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ছাত্রদল সভাপতি বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনতা আহত হয়েছেন। আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ৩৬, ৩৭ ও ৩৮ অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক আইনে স্বীকৃত শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার হরণ করার ষড়যন্ত্র চলছে। একটি মহল ক্যাম্পাসে দখলদারিত্ব বজায় রাখতে গণতান্ত্রিক ছাত্ররাজনীতিকে নিষিদ্ধ করার দাবি তুলছে। আমরা এই চক্রান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
কুয়েটের সহিংস ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি আরও বলেন,‘সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ভুক্তভোগীদের মধ্যে যাদের ছাত্রদল সমর্থক বলা হচ্ছে, তারা কুয়েটের নিয়মিত শিক্ষার্থী। যেহেতু কুয়েটে ছাত্রদলের কোনো কমিটি নেই, সদস্য সংগ্রহ কার্যক্রমও শুরু হয়নি, তাই ঘটনাটিকে ছাত্রদলের হামলা বলে প্রচার করা উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা।’