আগামীকাল শুক্রবারের (২৮ মার্চ) মধ্যে সঠিকভাবে ছবি আপলোড না করলে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরা। নতুন এই নির্দেশনা দিয়েছে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি।
কমিটি বলছে, যে সকল আবেদনকারীর ছবি/সেলফি গৃহীত হয়নি তাদের অবশ্যই আগামীকাল শুক্রবারের মধ্যে গ্রহণযোগ্য ছবি/সেলফি আপলোড না করলে তারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না।
এবারের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়েছে ১৭ মার্চ দিবাগত রাত ১২টায়। আগামী ২৫ এপ্রিল গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট (বাণিজ্য)–এর, ২ মে বি ইউনিট (মানবিক)–এর এবং ৯ মে এ ইউনিট (বিজ্ঞান)–এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।