পুরান ঢাকায় স্থানীয়দের সাথে জবি শিক্ষার্থীদের সংঘর্ষ


পুরান ঢাকার ধোলাইখালে স্থানীয় লোকদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। আজ মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে প্রতিবেদন লেখা (সাড়ে ১২টা) পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে। 

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সম্রাট ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলক্রমে নির্মাণাধীন এক ঢালাইয়ের উপরে পা দেন। এতে স্থানীয় লোকজন এসে তাকে ধাক্কা দিলে সেও প্রতিহত করার চেষ্টা করে। 

এরপর স্থানীয় লোকজন মিলে এই শিক্ষার্থীকে মারধর শুরু করে। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী তার সহপাঠীদের কল দিলে হাবিবসহ দুইজন ঘটনাস্থলে আসেন। পরবর্তীতে স্থানীয় লোকজন হাবিবসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে মারধর করে আটক করে রাখে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি কোতোয়ালি, সূত্রাপুর, বংশাল, ওয়ারি থানা সবাইকে কল দিয়েছি। তারা ফোর্স পাঠাচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের আহত শিক্ষার্থীকে ন্যাশনাল মেডিকেলে ভর্তি করানো হয়েছে। সেখানে সহকারী প্রক্টররা আছেন। আমি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে যাচ্ছি।

এ বিষয়ে ওয়ারি থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি আমরা খোঁজ নিচ্ছি। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।

নবীনতর পূর্বতন