জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৭৮ সাবেক ও বর্তমান শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) মধ্যরাতে জাবির সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত এসব শিক্ষার্থী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
এসব শিক্ষার্থীদের তিন ক্যাটাগরিতে শাস্তি নির্ধারণ করা হয়। এগুলো হলো- যেসব শিক্ষার্থীদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে, যারা পরীক্ষা ও ভাইভা দিয়েছে তাদের ফলাফল স্থগিত করা হবে ও নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে।