সংগীত কুমার, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘শাহ আজিজুর রহমান হল’ রাখার সিদ্ধান্তে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গও এর সমালোচনা করেছেন। বুধবার (৫ মার্চ) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিবাদ শুরু হয়।
এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইবি সংসদ, বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করে এক বিবৃতি দিয়েছে। সংগঠনটির দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
যৌথ বিবৃতিতে ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম বলেন, "মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শাহ আজিজুর রহমানের নামে হলের নামকরণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি অবজ্ঞা প্রদর্শনের শামিল। আমরা এই সিদ্ধান্ত বাতিল করে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় স্বার্থের পক্ষে অবদান রাখা ব্যক্তিত্ব, যেমন মাওলানা ভাসানীর নামে হলের নামকরণের দাবি জানাচ্ছি।"
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, "মার্চ, যা আমাদের স্বাধীনতার মাস, সেই সময়ে বঙ্গবন্ধুর নাম সরিয়ে শাহ আজিজুর রহমানের নামকরণ করার উদ্দেশ্য কী? সরকারকে আহ্বান জানাই, দ্রুত এই ভুল সংশোধন করে দায়ীদের জবাবদিহির আওতায় আনুন।"
জনপ্রিয় লেখক রউফুল আলম, শরিফুল হাসানের ভেরিফাইড ফেসবুক পোস্ট শেয়ার করে মন্তব্য করেন, "বাড়াবাড়ি কি থামবেই না?"
সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে, শিক্ষার্থী ও নাগরিকদের একটি বড় অংশ এর সংশোধনের দাবি জানিয়েছে। এখন দেখার বিষয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে।