পাবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে দায়িত্ব হস্তান্তর ও ইফতার অনুষ্ঠিত


পাবিপ্রবি প্রতিনিধি
: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের আয়োজনে এক হৃদয়গ্রাহী দায়িত্ব হস্তান্তর ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ ১০ মার্চ রোজ সোমবার বিশ্ববিদ্যালয়ের এক্সাম হল বিল্ডিংয়ের ৩য় তলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও শিক্ষার্থীদের মিলনমেলায় এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রাশেদুল ইসলাম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সোহেল।

শুরুতেই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিল এর সঞ্চালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শুরু হয়।


ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সদ্য বিদায়ী সকল সদস্যদের সম্মাননা স্বারক প্রদান করা হয়। অতঃপর বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে।

নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম সোহেল ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিল দায়িত্ব গ্রহণের পর বলেন, "পাবিপ্রবি প্রেসক্লাব সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করে আসছে। আগামীতেও আমরা এই ধারা অব্যাহত রাখার জন্য কাজ করবো।"

অনুষ্ঠানে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংবাদিকতার প্রতি আগ্রহ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্তিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান সহ শিক্ষক মন্ডলী। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 ইফতার শুরুর আগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম দোয়া করেন। প্রেসক্লাবের এই আয়োজন ক্যাম্পাসজুড়ে প্রশংসিত হয়েছে এবং সবাই নতুন কমিটির সফলতা কামনা করেছেন।

নবীনতর পূর্বতন