সোনারগাঁও ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের নেতৃত্বে একঝাঁক তরুণ


শাহারিয়া আহমেদ, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রীড়া সংস্কৃতি আরও সুসংহত ও গতিশীল করতে নতুন নেতৃত্ব পেলো বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব (SUSC)। সম্প্রতি ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই কমিটির নেতৃত্বে রয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী কাজী আবু বক্কর জনি যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের মাইনুল ইসলাম।

কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আবু সেলিম (LLB)। এছাড়া সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদীয়মান তারকা মাহিদুল ইসলাম অংকন (BBA), আলিস আল ইসলাম (BBA), এবং নারী জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাজ নাহার (BBA)। এদের পাশাপাশি ঘরোয়া পর্যায় খেলোয়াড় রায়ান রাফসান রহমান (BBA), আনিসুল ইসলাম ইমন (BBA) এবং মোহাম্মদ শরিফুল ইসলাম (MBA) সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন।

যুগ্ম সম্পাদক হয়েছেন বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের ওপেনার ব্যাটার মুর্শিদা খাতুন, মুর্শিদা খাতুন পড়াশোনা করছেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টে। এছাড়া জাতীয় পর্যায়ের ক্রিকেটার মাইদুল ইসলাম (MBA) ও অমিত হাসান (BBA), বাংলাদেশ এ দল এর খেলোয়াড় রবিউল হক (BBA) এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় হাসান মুরাদ (BBA) যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

সংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জাতীয় পর্যায়ের ক্রিকেটার মাহফুজুর রহমান রাব্বি (JMS)। সহকারী সংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ মানিক (ME) ও জুবায়ের ভূঁইয়া যুবরাজ (LLB)।


ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রিয়াজুল হুদা (BBA) এবং 
প্রচার সম্পাদক পেয়েছেন জার্নালিজম ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী এবং তরুণ সাংবাদিক শাহরিয়া আহমেদ নয়ন (JMS)। দপ্তর সম্পাদক মো. আরিফুজ্জামান হৃদয় (EEE), কোষাধ্যক্ষ মওদুদ (ME), সহকারী কোষাধ্যক্ষ তানভীর আহমেদ (LLB), নারী বিষয়ক সম্পাদক নাইমা আফরোজ (CE),
সংস্কৃতিক সম্পাদক মেহেরুন নেসা জুঁই (CSE)


এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মুশফিকুর রহমান (JMS), ইত্রিজা উপমা বিথী (CSE), শাহারিয়ার নাজিম (CSE), আহসানুল সৌরভ (LLB), মো. হৃদয় (ME), আবিদ হাসান ইমন (EEE), আশিকুল আলম (EEE), সবুজ মিয়া (LLB), আহসানউল্লাহ (FDT), নাবিল আহমেদ (BBA), হাবিবুর রহমান রেফাত (BBA), আতীকুল ইসলাম (CE), আমিনুল ইসলাম (AMT), জোতি সাহা (ME), মাহিম মেহেদী (LLB), কাবেরী চক্রবর্তী (LLB), মিল্কি (BAN), আবরিন আশিক (CSE), এভানা সাইমন লামিয়া (CE)


স্পোর্টস ক্লাবের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন

ড. মাসুদ রানা, মেহেরাব হোসেন জসি, আবু হানিফ, সাদিয়া তাসনীম বর্ষা।


স্পোর্টস ডিরেক্টর মেহেরাব হোসেন জসি বলেন, "বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া চর্চাকে পেশাদার পর্যায়ে নিয়ে যেতে আমাদের পরিকল্পনা রয়েছে। বিভিন্ন আন্তঃবিভাগীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা আয়োজন, জাতীয় পর্যায়ে অংশগ্রহণ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের আরও এগিয়ে নিতে চাই।" তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি পেশাদার স্পোর্টস প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের লক্ষ্য। সোনারগাঁও ইউনিভার্সিটির খেলাধুলার ঐতিহ্য গড়ে তুলতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।"

নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী মাসেই বিশ্ববিদ্যালয়ের প্রথম আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, নতুন নেতৃত্বের হাত ধরে স্পোর্টস ক্লাব আরও গতিশীল হবে এবং সোনারগাঁও ইউনিভার্সিটি জাতীয় ক্রীড়াঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

নবীনতর পূর্বতন