ভিসি ও কোষাধ্যক্ষের বিমান বিলাস সম্পর্কে কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার কালবেলাকে বলেন, আমি এ বিষয়ে জানি না। আমরা পিকনিক কমিটি করে দিয়েছিলাম, তারা এ বিষয়ে ভালো বলতে পারবে। টাকা ম্যানেজ করা, ভিসি ও কোষাধ্যক্ষের বিমানের টিকেট, তাদের যাবতীয় বিষয় ডিল করতেন সভাপতি জাকির হোসেন।
সভাপতি জাকির হোসেন কারাগারে থাকার কারণে তার উপর দোষ চাপিয়ে দিচ্ছেন কিনা জানতে চাইলে আমতা আমতা করে বলেন, এই রকম কিছুই না। তিনি আসলে তার কাছে জিজ্ঞেস করতে পারেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সভাপতি জাকির হোসেন কারাগার রয়েছেন। ফলে তার বক্তব্য নেওয়ার সুযোগ হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান কালবেলাকে বলেন, তারা যদি প্রশাসনকে লিখিত অভিযোগ করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।