নোবিপ্রবিতে আল কুরআন রিসাইটেশন প্রোগ্রাম সিজন-০২ অনুষ্ঠিত


আব্দুল্লাহ আল তৌহিদ, নোবিপ্রবি প্রতিনিধি: 
গত বছরের ন্যায় এই বছরেও ১৮ মার্চ ২০২৫, ১৭ই রমজান, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকাল ৪ ঘটিকা থেকে শুরু হয় ❝ আল কুরআন রিসাইটেশন প্রোগ্রাম❞ সিজন-০২। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ প্রোগ্রাম আয়োজন করা হয়। 

উক্ত প্রোগ্রামে কুরআন তেলওয়াত, ইসলামী সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সঞ্চালনায় ছিলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ১৫ তম ব্যাচের শিক্ষার্থী আবরার হোসেন এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন এবং গোলচত্বর মসজিদের খাদেম। কুরআন তেলওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১ম,২য় ও ৩য় স্থান অর্জন করা শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। কুরআন তেলওয়াতে ১ম স্থান অধিকারী হন শিক্ষা প্রশাসন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আশরাফুজ্জামান, ২য় স্থান অধিকারী শিক্ষা প্রশাসন ২০২১-২২ সেশনের ইমতিয়াজ হুবাইব, ৩য় স্থান অধিকারী ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মাহমুদুর রহমান আকিব।

প্রোগ্রাম অংশ নেয়া শিক্ষার্থী ইব্রাহীম মাহমুদ জানান: এমন প্রোগ্রাম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকল কিছুর পাশাপাশি ইসলামি মূল্যবোধ সৃষ্টিতেও নানা ধরণের কার্যক্রম চলমান রাখা উচিত।  এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের সহিহভাবে কুরআন তেলওয়াত করতে ও শিখতে উদ্বুদ্ধ করবে। শিক্ষার্থীদের এমন সুন্দর  আয়োজনকে আমি সাধুবাদ জানাই। 

উল্লেখ্য, প্রোগ্রামের আনুষ্ঠানিকতা ও পুরষ্কার বিতরণী শেষে অংশগ্রহণকারী সকলের জন্য ইফতারের আয়োজন রাখা হয় এবং সম্মিলিত ইফতারের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘটে।

নবীনতর পূর্বতন