Astroworld Foundation এর উদ্যোগে সাভারে দারুল উলুম মাদ্রাসায় ইফতার বিতরণ


২৩ মার্চ (মঙ্গলবার), ২২শে রমাদান পবিত্র রমাদান মাসের মহিমা ও ইসলামের সহমর্মিতা ছড়িয়ে দিতে Astroworld Foundation এর উদ্যোগে সাভারের দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এক বিশেষ ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ আয়োজনে সংগঠনের সদস্যরা দ্বীনি ভাইদের সঙ্গে সারাদিন সময় কাটান এবং একসঙ্গে ইফতার ভাগাভাগি করেন।

ইফতার অনুষ্ঠানের আগে ধর্মীয় আলোচনা এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে ইসলামের শিক্ষা ও মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। এতে অংশগ্রহণকারীরা একে অপরকে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সমাজের অবহেলিত মানুষের দুঃখ-দুর্দশা বোঝার গুরুত্ব তুলে ধরেন। ইফতার আয়োজনের মূল লক্ষ্য ছিল শুধু খাদ্য বিতরণ নয়, বরং মানুষের মধ্যে মানবিকতা, ঐক্য ও সহমর্মিতার মনোভাব সৃষ্টি করা।

এই মহতী উদ্যোগে Astroworld Foundation-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আতিকুল ইসলাম, সহ-সভাপতি মো. ওসমান মিয়া, প্রচার সম্পাদক শাহরিয়া আহমেদ নয়ন, ভলান্টিয়ার কো-অর্ডিনেটর জাহিদ হাসান, ইভেন্ট ম্যানেজার সাইদুল ইসলাম ইমন এবং অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার মো. আসাদুজ্জামান লিংকন উপস্থিত ছিলেন। তাদের সমন্বিত প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

ইফতার কার্যক্রম প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মো. আতিকুল ইসলাম বলেন আমাদের এই উদ্যোগ শুধু একদিনের ইফতার আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ। আমাদের লক্ষ্য হলো ইসলামের শান্তি, সহমর্মিতা ও সহযোগিতার বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম আয়োজনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করব।

অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার মো. আসাদুজ্জামান লিংকন বলেন রমাদান আমাদের প্রীতি ও ভালোবাসার বন্ধন দৃঢ় করার এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য একসঙ্গে কাজ করার সুযোগ দেয়। আমাদের মূল উদ্দেশ্য হলো মানবতার কল্যাণে কাজ করা এবং মানুষের মাঝে শান্তি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়া।

নবীনতর পূর্বতন