গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন


ববি প্রতিনিধি
: যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীরা। পরে গ্রাউন্ড ফ্লোরের সামনে থেকে একটি মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে আবারও গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।

মিছিলে ফ্রম দ্যা রিভার টু দ্যা সি; প্যালেস্টাইন উইল বি ফ্রি, ফ্রি ফ্রি প্যালেস্টাইন; ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেওয়া হয়।

দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন  ড. হাফিজ আশরাফুল হক,  ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. হারুন অর রশিদ এবং বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক উন্মেষ রয়।
এছাড়াও আইন বিভাগের শিক্ষার্থী মো. মইনউদ্দিন ও সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন। 

মানববন্ধনে বক্তারা বলেন আরব বিশ্বের ক্যান্সার হচ্ছে ইসরায়েল। যুদ্ধ বিরতি ভঙ্গ করে কোনো রাষ্ট্রে হামলা চালানো মানবতার সবচেয়ে জঘন্য অপরাধ। এই অবৈধ দখলদার ইসরয়েইলিরা অর্ধলক্ষ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। যাদের অধিকাংশই নারী ও কোমলমতি শিশু। কয়েক লাখ মানুষকে ঘরছাড়া করেছে। চিকিৎসা নেওয়ার জন্য একটি হাসপাতালও এখন অবশিষ্ট নেই।

জীববিজ্ঞান অনুষদের ডিন  ড. হাফিজ আশরাফুল হক বলেন, পুরা বিশ্বে ইসলাম মার খাচ্ছে, মুসলিম মার খাচ্ছে। ২০০ কোটি মুসলমান হয়েও আমরা ৮০ লাখ ইহুদিদের মোকাবেলা করতে পারছি না। পুরা বিশ্বে বড় বড় দেশসহ জাতিসংঘ তারা ইসলামের বিপক্ষে। ইসলামকে তারা ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তিনি তার বক্তব্যে আরো বলেন, ফিলিস্তিনিদের উপর এই গণহত্যা বন্ধের জন্য  বিশ্বের সব পরাশক্তি দেশসহ জাতিসংঘের নিকট আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ছোট্ট একটি পরিবার থেকে আহ্বান জানাচ্ছি।

বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক উন্মেষ রয় বলেন, পৃথিবীতে এমন একটা রাষ্ট্র আছে যেখানে মানবাধিকারের প্রশ্নই আসে না। নারী শিশুদের নির্বিচারে হত্যা করা হয়। তারা নিজের রাষ্ট্র বাহিনী দ্বারা আরেকটা জাতিসত্বার মানুষ আরেকটা ধর্মের মানুষকে তার নিজের ভূখন্ড থেকে বিতাড়িত করে মানুষদের হত্যা করে। যেখানে যুদ্ধের কোনো নিয়ম মানা হয় না। গত শতাব্দীর শেষ পর্যায় থেকে এ পর্যন্ত এমন গণহত্যা আর কোথা হচ্ছে না। আমাদের সবার উচিৎ ফিলিস্তিনিদের পক্ষে দাড়ানো, ফিলিস্তিনিদের ভূখন্ডের পক্ষে দাড়ানো।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরাইল। কিন্তু ১৯ মার্চ সেই চুক্তি ভেঙে গাজার ঘুমন্ত মানুষের ওপর নির্বিচারে হামলা চালায় তারা। এই হামলায় অন্তত ৪০৪ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নবীনতর পূর্বতন