সংগীত কুমার, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন "কাম ফর রোড চাইল্ড" (সিআরসি) সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও নতুন পোশাক বিতরণ করেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি করিডরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিআরসি পরিচালিত স্কুলের ২৯ জন শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিআরসি স্কুলের পরিচালক সাইফুল ইসলাম।
ঈদ উপহার বিতরণকালে সাইফুল ইসলাম বলেন, "ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। আমরা সাধারণত আমাদের প্রিয়জনদের ঈদের সালামি দিই, কিন্তু এসব সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো হয় না। তাই আমাদের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের দেওয়া সালামি ও অনুদান একত্রিত করে তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করছি। আমাদের মূল লক্ষ্য হলো এই শিশুদের শিক্ষিত করে গড়ে তোলা এবং তাদের ঈদ আনন্দকে রঙিন করা।"
সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, "এটি শুধু ঈদ উপহার বিতরণ নয়, এটি ভালোবাসা ভাগাভাগির একটি প্রয়াস। আমাদের আশেপাশে যারা সুবিধাবঞ্চিত, তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই আমাদের উদ্দেশ্য। এই শিশুরা একদিন সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।"
সংগঠনের সভাপতি ইমদাদুল হক বলেন, "আমরা ২০১৬ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছি। প্রতিবছরের মতো এবারও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আমাদের স্কুলে যারা আর্থিক ও সামাজিক কারণে পড়ালেখায় পিছিয়ে পড়ছে, তাদের জন্য শিক্ষা সহায়তা দিচ্ছি। প্রায় ৪০০-৫০০ স্বেচ্ছাসেবী ও সদস্যদের অনুদানে এই আয়োজন সম্ভব হয়েছে। আশা করি, আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বড় পরিসরে কাজ করতে পারব।"
উল্লেখ্য, সিআরসি ইবি শাখা দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও উন্নয়নমূলক কাজ করে আসছে। সংগঠনটি ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে।