আবু সাঈদের ভাস্কর্য থাকছে না নববর্ষের শোভাযাত্রায়


বেরোবি সংবাদদাতা:
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ভাস্কর্য থাকছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে বাংলা নববর্ষের শোভাযাত্রায়।
 
 বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম শেখ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, শহীদ আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ (তারা এটাকে ভাস্কর্য বলছেন না) নিয়ে প্রাথমিক স্কেচ হয়েছিল। এর মাধ্যমে আবু সাঈদের বীরত্বকে তুলে ধরার বিষয়ে প্রাথমিকভাবে কেউ কেউ চিন্তা করেছিলেন।

কিন্তু যেহেতু আবু সাঈদের পরিবার চাইছে না, তাই এ বিষয়ে অনেকের চিন্তা থাকলেও সেখান থেকে সরে আসা হয়েছে।

এর আগে গত সোমবার বলা হয়েছিল, এবার শোভাযাত্রায় প্রাথমিকভাবে বড় আকারের চারটি ভাস্কর্য রাখার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে থাকবে ২০ ফুট দীর্ঘ জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ভাস্কর্য। আরো থাকবে একটি করে বাঘ, পাখি ও স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য।

 এর আগে পরিবার ও আবু সাঈদের বিশ্ববিদ্যালয় থেকে তীব্র সমালোচনা হয় ভাস্কর্য নির্মাণ নিয়ে। সমালোচনা করেছেন তার সহযোদ্ধারাও। 
 জাহিদ হাসান জয় বলেন,পরিবারের নিষেধ থাকার পরেও তার নামে ভার্স্কয বানানো গহিৃত কাজ। এরুপ কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নবীনতর পূর্বতন