বেরোবি নওগাঁ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে আরাফাত-মেহেদী


বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) নওগাঁ জেলা ছাত্র কল্যাণ পরিষদের ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরাফাত মিঠু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান।

গতকাল ১৪ মার্চ ২০২৫ (শুক্রবার) নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি মোঃ ইমরান হোসেন-এর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেক চৌধুরী-র সঞ্চালনায় অ্যাকাডেমিক ভবন-২-এর ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে বার্ষিক নবীনবরণ (১৬তম ব্যাচ), ইফতার মাহফিল ও স্নাতকোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে শিক্ষক উপদেষ্টাগণের মধ্যে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান রিপন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ ও সহকারী অধ্যাপক ড. মোঃ সাদ্দাম হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফা এবং রসায়ন বিভাগের প্রভাষক মোঃ রবিউল ইসলাম।

এছাড়া, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, রংপুর-এর উপ-পরিচালক মোঃ নাইম হাসান খানসহ নওগাঁ থেকে রংপুরে কর্মরত বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নবীনতর পূর্বতন