হেলাল মিয়া, বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ইফতার ও দোয়া মাহফিলের পাশাপাশি হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে এমআইএস বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ও মুয়াজ্জিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান এস. এম. আশরাফুল আলম, সহকারী অধ্যাপক শামসুল আলম, প্রভাষক মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূঁইয়া, খাদিজা শারমিন অন্তরা ও আফসানা মিমি। এছাড়া, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ও মুয়াজ্জিন।
হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় মসজিদের খতিব রকিবুল ইসলামের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।