গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ


ইবি প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।  

বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

সমাবেশে বক্তারা বলেন, "পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর হামলা চালিয়েছে, যা মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। এই নৃশংস হামলায় ইতোমধ্যে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য লজ্জাজনক। যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট দখলদার ইসরায়েলকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।"  

তারা আরও বলেন, "গাজায় শুধু মুসলমান নয়, বিশ্বমানবতাই আজ ইসরায়েলি আগ্রাসনের শিকার। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিনের ওপর অবৈধ হামলা চালিয়ে আসছে। এখন তারা পুরো গাজা দখলের ঘোষণা দিয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সাহরির সময় সাধারণ মানুষের ওপর হামলা করে ইসরায়েল তার ঔদ্ধত্যের পরিচয় দিয়েছে। বিশ্বনেতাদের অবশ্যই এই মানবতাবিরোধী হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।"

নবীনতর পূর্বতন