ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে আটক দুই ছাত্রলীগ নেতা


সংগীত কুমার, ইবি প্রতিনিধিঃ 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা সেমিস্টার পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন। রবিবার (২ মার্চ) দুপুর ১টার দিকে সমাজকল্যাণ বিভাগের পরীক্ষার হল থেকে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন— বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ–আপ্যায়ন বিষয়ক সম্পাদক ২০১৮–১৯ শিক্ষাবর্ষের মাজহারুল ইসলাম নাঈম ও সাদ্দাম হোসেন হল ছাত্রলীগ নেতা ২০১৯–২০ শিক্ষাবর্ষের মারুফ আহমেদ।

জানা যায়, সমাজকল্যাণ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালে অভিযুক্ত দুই নেতা পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই অন্যান্য শিক্ষার্থীরা তাদের চিহ্নিত করে প্রতিবাদ শুরু করেন। 

শিক্ষার্থীরা বলেন, 'আন্দোলন চলাকালে আটককৃত দুই নেতা বিভিন্নভাবে শিক্ষার্থীদের বিভিন্ন হুমকি দিয়েছে। এর আগেও তারা শিক্ষার্থীদের মারধর ও ক্যাম্পাসের মারামারিতে জড়িয়েছে। তারা পরীক্ষা দিতে এসে ইচ্ছাকৃতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সন্ত্রাসীরা কীভাবে তা করার সাহস পায়, তা আমরা জানতে চাই।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, 'বিভাগের শিক্ষকরা প্রক্টরিয়াল বডির সহায়তায় তাদের থানায় সোপর্দ করে। নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তাদের বিরুদ্ধে ২০১৩ সালের আইন অনুযায়ী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া ইতোমধ্যেই কোনো সুনির্দিষ্ট অভিযোগ জমা আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।’

এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে, শিক্ষার্থীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নবীনতর পূর্বতন