পাবিপ্রবির ক্যারিয়ার এন্ড এন্টারপ্রনারশীপ ক্লাবের নেতৃত্বে খাইরুল,রেজোয়ান ও রাজিন


পাবিপ্রবি প্রতিনিধিঃ 
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি)  ক্যারিয়ার এন্ড এন্টারপ্রনারশীপ ক্লাবের কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের জেড.এইচ.এম খাইরুল বাসার।  সাধারণ সম্পাদক (ক্যারিয়ার) হয়েছেন স্থাপত্য বিভাগের মো: রেজওয়ান হক ও সাধারণ সম্পাদক (উদ্যোক্তা) আইসিই বিভাগের মো: জাহিদ হাসান রাজিন

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী)  ক্লাবটির নবীন বরণ অনুষ্ঠানে ৩৮ সদস্যের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়া হয়। সদস্যদের নাম প্রকাশ করে উপস্থিত উপদেষ্টামন্ডলী। 

এতে সহ-সভাপতি ইতিহাস বিভাগের মোস্ত সরণিকা ইসলাম জুঁই, যুগ্ম সাধারণ সম্পাদক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহমুদুল হাসান, ইউআরপি বিভাগের প্রান্তিক সরকার, সাংগঠনিক সম্পাদক (ক্যারিয়ার) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আঙ্কন রায়, সংগঠন সম্পাদক (উদ্যোক্তা) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো: মোশাররফ হোসেন রোকন, যুগ্ম সংগঠন সম্পাদক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সজীব কুমার রায়, ইউআরপি বিভাগের বিকর্ণ দাস দিব্য, অফিস সম্পাদক আইসিই বিভাগের মো: আকাশ মিয়া, সহকারী অফিস সম্পাদক ইংরেজি বিভাগের ইশতিয়াক আহমেদ, অর্থ ও পৃষ্ঠপোষকতা সম্পাদক আইসিই বিভাগের মো: তাজ ওয়ারুল মুলক, সহকারী অর্থ ও পৃষ্ঠপোষকতা সম্পাদক আইসিই বিভাগের শামীম মিয়া, নকশা, কন্টেন্ট এবং প্রচার সম্পাদক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো: হামিম মাহমুদ, সহকারী নকশা, কন্টেন্ট এবং প্রচার সম্পাদক ইইসিই বিভাগের মো: আল-মুত্তাকিন শুভ,সহকারী নকশা, কন্টেন্ট এবং প্রচার সম্পাদক ইউআরপি বিভাগের হাসনাত আল সাদিক, সদস্যতা ও কমিউনিটি এনগেজমেন্ট সম্পাদক ইইসিই বিভাগের কামিল আহমেদ, সহকারী সদস্যতা ও কমিউনিটি এনগেজমেন্ট সম্পাদক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবিকুন্নাহার আক্তার, সহকারী সদস্যতা ও কমিউনিটি এনগেজমেন্ট সম্পাদক সমাজকর্ম বিভাগের আয়েশা রহমান, শিল্প সম্পর্ক ও নেটওয়ার্কিং সম্পাদক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো: তৌহিদুল ইসলাম, সহকারী শিল্প সম্পর্ক ও নেটওয়ার্কিং সম্পাদক ইউআরপি বিভাগের মানিক হোসেন, স্টার্টআপ এবং হ্যাকাথন সম্পাদক আইসিই বিভাগের আরিফুল ইসলাম, সহকারী স্টার্টআপ এবং হ্যাকাথন সম্পাদক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো: শাফিক রহমান কাদের, পেশাগত উন্নয়ন ও ক্যারিয়ার ইভেন্ট সম্পাদক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আব্দুল্লাহ আল মারুফ, সহকারী পেশাগত উন্নয়ন ও ক্যারিয়ার ইভেন্ট সম্পাদক আইসিই বিভাগের সাদিয়া আফরোজ ঐশী, সেমিনার ও কর্মশালা সম্পাদক (অনলাইন) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের খন্দকার সাজ্জাদুল কাদির, সহকারী সেমিনার ও কর্মশালা সম্পাদক (অনলাইন) ইংলিশ বিভাগের মোস্ত রোখসানা আক্তার বৈশাখী, সহকারী সেমিনার ও কর্মশালা সম্পাদক (অনলাইন) সমাজকর্ম বিভাগের নাঈম আহমেদ,সেমিনার ও কর্মশালা সম্পাদক (অফলাইন) পরিসংখ্যান বিভাগের ফিজজুল মাহিন, সহকারী সেমিনার ও কর্মশালা সম্পাদক (অফলাইন) আইসিই বিভাগের মুনতাসির মামুন, সহকারী সেমিনার ও কর্মশালা সম্পাদক (অফলাইন) ইউআরপি বিভাগের মো: লিকন হোসেন, আইটি ও ওয়েব ম্যানেজমেন্ট সম্পাদক সিএসই বিভাগের আবু মোহাম্মদ নূর, সহকারী আইটি ও ওয়েব ম্যানেজমেন্ট সম্পাদক আইসিই বিভাগের মো: নোমান ভূঁইয়া এবং নির্বাহী কমিটির সদস্য হয়েছেন সমাজকর্ম বিভাগের শাঞ্জিদা ইয়াসমিন, আইসিই বিভাগের সুজিত চন্দ্র বর্মন, সমাজকর্ম বিভাগের এমটি. তাসমিন জাহান জান্নাতুল, আইসিই বিভাগের মো: মাকসুদুল হাসান। 

নবনির্বাচিত খাইরুল বাশার বলেন,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (PUST) ক্যারিয়ার ও উদ্যোক্তা ক্লাব প্রতিষ্ঠার মূল লক্ষ্য শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, শিল্প ও একাডেমিয়ার মধ্যে সংযোগ স্থাপন, এবং উদ্যোক্তাবৃত্তির বিকাশকে উৎসাহিত করা। এই ক্লাবের মাধ্যমে আমরা কর্মশালা, পরামর্শদাতা প্রোগ্রাম, ও শিল্প-একাডেমিয়া সংযোগ তৈরি করছি, যাতে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন ও নতুন উদ্যোগ গড়ে তুলতে পারে। এটি শুধু একটি সংগঠন নয়, বরং PUST-এর শিক্ষার্থীদের জন্য পরিবর্তনের একটি প্ল্যাটফর্ম।

তিনি আরও বলেন, "নেটওয়ার্কিংই আপনার প্রকৃত সম্পদ"—এই বিশ্বাস নিয়ে আমরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব, উদ্ভাবন, এবং উদ্যোক্তাবৃত্তির পথে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

নবীনতর পূর্বতন