এমন রাজনীতি চাই যেখানে পরিবার পরিচয় মুখ্য হবে না : তাসনিম জারা


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, আজকে আমরা শুধু নতুন একটা রাজনৈতিক দল ঘোষণা করছি না, একটা নতুন রাজনৈতিক পথচলা শুরু করছি। আমরা নতুন ধরনের রাজনীতি করতে এসেছি, বিগত বছর গুলোতে রাজনীতির অর্থ ছিল ক্ষমতার খেলা, জনগণের সাথে পতারণা। অনেক সময়ই স্বার্থের লেনদেন। আমরা সেই রাজনীতির অবসান চাই।

আমরা এমন রাজনীতি চাই, যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না। রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা।  
শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. তাসনিম জারা।

ডা. তাসনিম জারা বলেন, আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক।

নবীনতর পূর্বতন