পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৫ এপ্রিল


পাবিপ্রবি প্রতিনিধি
: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পাবিপ্রবি অংশ নিচ্ছে।
আজ বুধবার ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৫ এপ্রিল 'সি' ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে অংশ গ্রহণ করবে ১১১৮ জন শিক্ষার্থী।। তিন ধাপে হবে এবারের ভর্তি পরীক্ষা।

খোঁজ নিয়ে জানা যায়, এবছর এ ইউনিটে ৬২৪ এর মধ্যে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে ২৭০ টি আসন, বিজ্ঞান অনুষদে ২০০ আসন এবং বাকি আসন গুলো জীব ও ভূবিজ্ঞান, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য অনুষদে থাকবে। বি ইউনিটে ১০৩ ও সি ইউনিটে ১০৩টি আসনসহ মোট ৮৩০ আসনে পাঁচটি অনুষদের আওতায় ২১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে পাবিপ্রবিতে। 


এছাড়াও 'বি' ইউনিটের পরীক্ষা আগামী ২ মে ও 'এ' ইউনিটের পরীক্ষা আগামী ৯ মে অনুষ্ঠিত হবে। 

আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র দিয়েছেন ১৮২৯২ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান অর্থাৎ 'এ'ইউনিটের ১১৬৯৬ জন শিক্ষার্থী, মানবিক অর্থাৎ 'বি' ইউনিটের ৫৪২৫ জন এবং বাণিজ্য অর্থাৎ 'সি' ইউনিটের ১১১৮ জন শিক্ষার্থী। 

গত বছর দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষা শুধু পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে অনুষ্ঠিত হলেও এবছর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানায় সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়েই অনুষ্ঠিত হবে। 

নবীনতর পূর্বতন