ববি ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল


রহমান রাজিব, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী জুলাই আন্দোলনে হামলাকারী টিকলি শরীফসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে ববি ছাত্রদল নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড থেকে বন্দর থানা পুলিশের হাতে তুলে দেন তারা। 

প্রত্যাক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সম্মুখে ভোলারোডে একটি দোকানে টিকলি শরীফসহ তিন জনকে অবরুদ্ধ করে ছাত্রদল নেতাকর্মীরা। এর পর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করলে রাত ৯টার দিকে প্রক্টর এসে পুলিশের হাতে তুলে দেন। এর মধ্য টিকলী শরিফ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও বাকি দুজন ছাত্রলীগ করতেন না বলে জানা গেছে। 

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংগঠক টিকলি শরীফ জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপরে হামলার অন্যতম আসামী। টিকলি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

বাকি দু'জন একই সেশনের মার্কেটিং বিভাগের মামুন মিয়া ও তরিকুল শেখ। তারা দু'জন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নয় বলে জানিয়েছেন অধিকাংশ শিক্ষার্থী।

ছাত্রদল নেতা মিনহাজুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭ টার দিকে কয়েকজন জুনিয়র ফোন করে জানায় টিকলি শরীফসহ কয়েকজন ছাত্রলীগকর্মী ক্যাম্পাসের সম্মুখে গোপন মিটিং করছে। পরে আমিসহ আরও কয়েকজন এসে তাদেরকে আটক করি এবং পুলিশের হাতে তুলে দিয়েছি। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য আরিফ হোসেন শান্ত বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী টিকলি শরীফ জুলাই- আগস্ট আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালায়। সে এখনো সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে দেশকে অস্থিশীলতা পায়তারা চালাচ্ছে। আজকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে গোপন মিটিং এর থাকা অবস্থায় সাধারণ শিক্ষার্থীরদের নিয়ে ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পুলিশের হাতে তুলে দেয়। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্দেশে তিনজনকে বন্দর থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। প্রক্টরের পরবর্তী নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। 

এ বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান সনিকে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।

নবীনতর পূর্বতন