মুখে কালো কাপড় বেঁধে ইসরায়েলি সহিংসতার প্রতিবাদ করলো বাকৃবি ছাত্রদল

বাকৃবি প্রতিনিধি
: গাজায় চলমান ইসরায়েলি হামলা ও পৈশাচিক গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজয় ‘৭১ ভাস্কর্যের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার, ছাত্রদল নেতা মিরাজ ও শাহীন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় মুখে কালো কাপড় বেঁধে বিজয় ‘৭১ ভাস্কর্যের মুখেও প্রতীকীভাবে কালো কাপড় পরিয়ে দেন ছাত্রদল নেতারা।

এসময় বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যে হাজারো নিরপরাধ মানুষ নিহত হয়েছেন। শিশু, নারী, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছেন না। গাজা আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিশ্ব এখনো নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা অত্যন্ত লজ্জাজনক। এ মুহূর্তে গাজাবাসীর জন্য অর্থনৈতিক সহায়তা অত্যন্ত জরুরি। আমরা বাকৃবি প্রশাসনের কাছে আহ্বান জানাই, সবাই মিলে দ্রুত একটি ফান্ড গঠন করে গাজাবাসীর পাশে দাঁড়ানোর।

ছাত্রদল নেতা মিরাজ বলেন, ফিলিস্তিনে চলমান হত্যাযজ্ঞ বিশ্ব বিবেককে স্তব্ধ করে দিয়েছে। শিশু, নারী, বৃদ্ধ, হাসপাতাল, স্কুল, মসজিদ—কোনো কিছুই ইসরায়েলের নির্মম হামলা থেকে রেহাই পাচ্ছে না। আল্লাহ কখনোই মজলুমের দোয়া ফেরান না। গাজা ও রাফা মুক্তির স্বাদ অবশ্যই পাবে।

নবীনতর পূর্বতন